এই চুপচাপ অনন্তকাল কাটাতে কাটাতে
আমাদের কখনো কথা বলা হবে না।
তারপর তুমি, আমি, আমাদের নীরবতা
আমাদের বিগত ভালোবাসার মতো বিলুপ্ত হয়ে যাবে
বিলুপ্তির আগে, আমাদের নীরবতাকে ছুটি দিয়ে দিই
পাহাড়, পর্বত, সমুদ্রের কিনার থেকে একদল ঘুরে আসুক,
নীরবতারা অখন্ড অবসরে চা-কফি খাক, আড্ডা দিক।
এই চুপচাপ সময়ে, আমরা চলো
নিরিবিলি ফোটাই এক নৈঃশব্দের বারুদ।
No comments:
Post a Comment