Tuesday, March 10, 2020

এই চুপচাপ অনন্তকাল

এই চুপচাপ অনন্তকাল কাটাতে কাটাতে
আমাদের কখনো কথা বলা হবে না।
তারপর তুমি, আমি, আমাদের নীরবতা
আমাদের বিগত ভালোবাসার মতো বিলুপ্ত হয়ে যাবে
বিলুপ্তির আগে, আমাদের নীরবতাকে ছুটি দিয়ে দিই
পাহাড়, পর্বত, সমুদ্রের কিনার থেকে একদল ঘুরে আসুক,
নীরবতারা অখন্ড অবসরে চা-কফি খাক, আড্ডা দিক।
এই চুপচাপ সময়ে, আমরা চলো
নিরিবিলি ফোটাই এক নৈঃশব্দের বারুদ।

No comments:

Post a Comment

সে এক বিরাট সমুদ্র

সে এক বিরাট সমুদ্র। আমার অত সামর্থ কই তারে আগলে রাখি। শুধু তার বুকে একদিন বিকট শব্দে আছড়ে পড়ে বিসর্জন দেয়ার স্বপ্নই দেখতে পারি।