কোন এক বৃষ্টি ভেজা রাত
রাত ১২ টা ছুঁই ছুঁই। বিদ্যুৎ নেই,
লোডশেডিং হয়েছে কিছুক্ষন আগেই। সারা রোম ঘুট ঘুটে অন্ধকার।। বাহিরে ঝুম ঝুম শব্দের অনর্গল বৃষ্টি ধারা বিঝিয়ে দিচ্ছে সারা শহর কে।এই সময় হয়ত সবাই ঘুমাচ্ছে কম্বল মুরি দিয়ে। কিন্তু আমার চোখে ঘুম নেই, নিস্তব্ধ রাতের এই বিরামহীন বৃষ্টিকে উপভোগ করছি জানালার পাশে বসে।।খানিক বাদে বাদে শীতল বৃষ্টি ফোটার ক্ষুদ্র কনা গুলো ধমকা হাওয়ার সাথে যোগ হয়ে জানালার গ্রিলকে অগ্রাহ্য করে বাতাসের ঝাপটা এসে বিঝিয়ে দিচ্ছে আমার চোখ মুখ ও মাথার চুল গুলো।। মাঝে মাধ্যে বিদ্যুৎ চমকানোর প্রখর আলোয় দেখতে পাচ্ছি গাছ গুলোর পাতা বেয়ে টুপ টুপ করে গড়িয়ে পরছে পানি। মনে হচ্ছে ওদের মতো যদি আমিও আজ মন ভরে ভিজতে পারতাম, তাহলে নিজের মনের ডাইরিতে রচনা করতে পারতাম এক বৃষ্টি ভেজা রাতের রোমাঞ্চকর অনুভূতি।
No comments:
Post a Comment