Thursday, May 23, 2019
ভালোবাসবো বলেই বেসেছি
ভালোবাসবো বলেই বেসেছি..
কোনোকিছু না ভেবেই বেসেছি..
কিছু চাই না..
তুমি যেমন আছ সেইরকম-ই থেকো..
ব্যস এইটুকু..
সত্যি বলছি আর কিছু চাই না..
অতীতের কালো মুছে আলোকিত করেছ আমার জীবন…
সর্বত্র তোমার আলোয় দৃশ্যমান হচ্ছে কিছু মুহূর্ত..
ওই মুহূ্র্ত গুলো একটু একটু করে উপভোগ করছি..
শেষ হতে দিতে চাই না.. যতদিন সম্ভব উপভোগ করতে চাই। বঞ্চিত করবে না জানি, সেজন্যই আরো বেশি ভালবাসি।
Subscribe to:
Post Comments (Atom)
সে এক বিরাট সমুদ্র
সে এক বিরাট সমুদ্র। আমার অত সামর্থ কই তারে আগলে রাখি। শুধু তার বুকে একদিন বিকট শব্দে আছড়ে পড়ে বিসর্জন দেয়ার স্বপ্নই দেখতে পারি।
-
কোন এক বৃষ্টি ভেজা রাত রাত ১২ টা ছুঁই ছুঁই। বিদ্যুৎ নেই, লোডশেডিং হয়েছে কিছুক্ষন আগেই। সারা রোম ঘুট ঘুটে অন্ধকার।। বাহিরে ঝুম ঝুম শব্দের অন...
-
সুভাষীনি অপ্সরা ও রূপসী তুমি, উদ্ধত ভালোবাসায় আবিষ্টতার বদলে লজ্জায় নতমুখী, স্বরচিত পঙক্তিমালার স্বেচ্ছাচারী শব্দাবগন্ঠন। সকালের সোনালী র...
No comments:
Post a Comment