Thursday, May 23, 2019

ভালোবাসবো বলেই বেসেছি

ভালোবাসবো বলেই বেসেছি.. কোনোকিছু না ভেবেই বেসেছি.. কিছু চাই না.. তুমি যেমন আছ সেইরকম-ই থেকো.. ব্যস এইটুকু.. সত্যি বলছি আর কিছু চাই না.. অতীতের কালো মুছে আলোকিত করেছ আমার জীবন… সর্বত্র তোমার আলোয় দৃশ্যমান হচ্ছে কিছু মুহূর্ত.. ওই মুহূ্র্ত গুলো একটু একটু করে উপভোগ করছি.. শেষ হতে দিতে চাই না.. যতদিন সম্ভব উপভোগ করতে চাই। বঞ্চিত করবে না জানি, সেজন্যই আরো বেশি ভালবাসি।

No comments:

Post a Comment

সে এক বিরাট সমুদ্র

সে এক বিরাট সমুদ্র। আমার অত সামর্থ কই তারে আগলে রাখি। শুধু তার বুকে একদিন বিকট শব্দে আছড়ে পড়ে বিসর্জন দেয়ার স্বপ্নই দেখতে পারি।