Wednesday, June 10, 2020

তুমি আর ফিরে এসোনা

আজ প্রায় বছর খানেক হয়ে গেলো,তুমি আমি আর একসাথে নেই। না এমনটা নয় যে তোমাকে আর মনে মনে পড়েনা। তবে আগের মত প্রতি মুহুর্তে মনে পড়েনা। এখন আমার কাছে কবিতা লেখার মত প্রেম আছে,ছবি আকার পেন্সিল আছে,আছে শব্দ জমানোর মতন ডায়রী, আছে তোমার সাথে কাটিয়ে আসা অসংখ্য স্মৃতিদের স্মরলিপি। তবে বুকের ভেতর জ্বলতে থাকা অই আগুনটানা নিভে গেছে বহুদিন। হঠাৎ ব্লক লিস্ট থেকে ফিরে এসে আবার সবটা ঘেটে দিওনা। আমি তোমাকে ভুলতে চাই, তুমি আর ফিরে এসোনা।

হ্যা, এখনো প্রথম বৃষ্টির কথা মনে পড়ে,
মনে পড়ে জীবনের বাক ঘুরানো সেই চিকন উল্টোপথের গলিটা, রাস্তায় দাড়িয়ে থাকা অপেক্ষা মনে পড়ে, মনে পড়ে ঘাসের সাথে লেপ্টে থাকা তোমার অভিমান। তোমার সাথে কাটিয়ে আসা দুঃখ অথবা কিছুট সুখও মনে পড়ে। কিন্তু তবুও তোমার ঐ চুলের অদ্ভুত গন্ধটা আমি পাইনা, পাইনা তোমার গায়ের সেই পরিচিত সুবাসটা। আমার হাতের উষ্ণতায় তোমার হাত পাইনা আমি। তবে প্লিজ, এই একাকিত্বকে অযুহাত ভেবে তুমি আবার আমাকে নিয়ে ভাবতে বসো না। মরচে ধরে যাওয়া রুপকথার গল্পটার মত করে আবার সবটা ফিরিয়ে আনার চেস্টা করোনা। আমি সত্যিই তোমাকে ভুলতে চাই, তুমি প্লিজ আর ফিরে এসো না।

এমন একেকটা আধমরা বিকেলে এখনো মনে পড়ে তোমার জন্য কত অজস্র বাঙ্ময় অনুভূতি সেদিন এক লহমায় মিথ্যে হয়ে গিয়েছিল।কত অসংখ্য স্মৃতি জ্বলে পুড়ে খাক হয়ে গিয়েছিলো।ব্যক্তিত্ত্বের সবটুকু বিসর্জন দিয়েও তোমাকে ফেরাতে পারিনি। হাজার বার রিং করার পরেও তুমি একটা বারের জন্য ফোনটা ধরো নি,ব্লকলিস্টে ফেলে রেখেছিলে। অথচ সেদিনের তোমার ব্যবহার বুঝিয়ে দিয়েছিলো নিঃস্বার্থ ভালোবাসা কতটা বিপদমুখী হতে পারে। এমন মিথ্যে ভবিষ্যতের স্বপ্ন না আর কাউকে কোনদিন দেখিও না। ঠিক যেমন ভাবে প্রতিটা ভুলেও কোনদিন ক্ষমা চাইতে আসতে না,তেমন ভাবেই আর কোনদিন ক্ষমা চাইতে এসোনা। আমি তোমাকে সত্যিই ভুলতে চাই, তুমি আর প্লিজ ফিরে এসোনা।

সময়ের সাথে সাথে পরিণত হয়েছ বেশ। কথা দেয়া আর কথা রাখার মাঝে সূক্ষ্ম সুতোটা এখন বেশ স্পষ্ট বুঝতে পারো। তাহলে এবার তোমার মিথ্যে প্রতিশ্রুতিগুলোকে কবর দাও বরং।
বারংবার নিজেকে বেখেয়ালি অন্ধকারে না হারিয়ে বর্তমানে থাকার চেস্টা করো বরং। পারলে কাছের মানুষগুলোকে না কখনো এমন দূরে সরে যেতে দিওনা। নিজের ইচ্ছাকৃতভাবে করে ফেলা ভুল গুলোকে অযুহাত হিসেবে তুলে এনে একটা সম্পর্ককে ভেঙে যেতে দিওনা। ভালোবেসে ফেলা খুব সহজ,কিন্তু ধরে রাখাটাই জটিল অংকের উত্তর খোঁজার মতই কঠিন। ওসব কঠিন কাজ করার প্রতিজ্ঞা না তুমি আর কখনো করোনা। বিশ্বাস করো আমি সত্যিই তোমাকে ভুলতে চাই, তুমি প্লিজ আর ফিরে এসো না।

No comments:

Post a Comment

সে এক বিরাট সমুদ্র

সে এক বিরাট সমুদ্র। আমার অত সামর্থ কই তারে আগলে রাখি। শুধু তার বুকে একদিন বিকট শব্দে আছড়ে পড়ে বিসর্জন দেয়ার স্বপ্নই দেখতে পারি।