Thursday, May 23, 2019
খুব ভালো থেকো সুরঞ্জনা
এমন একটা শহরে থাকি আমি,যেখানে সারা শহরই তোমার স্মৃতিতে মুখরিত।যেসব অলিতে গলিতে আমার যাতায়াত,ভালোবাসা ভালোলাগাগুলো সেখান থেকেই শুরু,সেখানেই বেড়ে উঠা আর সেখানেই সপ্নের বীজ বোনা।
বীজগুলো অঙ্কুরিত হওয়ার সময়টুকুও দিলে না। উপড়ে ফেলে দিয়ে চলে গেলে সব।
চলার পথে সবগুলো স্মৃতি, মুহূর্ত পথ আটকে দাঁড়ায় মনে করিয়ে দেয় জীবনের সুন্দরতম সময়গুলোকে।হুম ভালো ছিলাম অনেক। সুন্দর ছিল সবকিছুই। তুমিও আমার প্রতি খুব সুন্দর ছিলে,আর আমি??
আমি ছিলাম তোমার জীবনের এমন একজন যাকে ছাড়া তুমি কিছু চিন্তাই করতে পারতে না। আর এখন অনেক কিছুই ভাবো তুমি শুধু আমাকে ছাড়া। আমার জায়গা,আমার প্রতি অনুভূতি, আমার ভালোবাসা কিছুই এখন আর তোমার মধ্যে বিরাজ করে না। তোমার কাছে মরে গেছি আমি, হারিয়ে গেছি কালের অতলে। আর এ নিয়ে তোমার কোন মাথাব্যথাও নেই। বরং খুশি হয়েছ অনেক বেশি। আমি জানি অনেক ভালো থাকবে তুমি।অন্য কারো সপ্নে বিভোর হয়ে থাকো। আমি আর নেই তোমার মাঝে। কোন অংশেও নেই। বিন্দুমাত্র জায়গা জুড়েও নেই।
আর আমি এদিকে কি করছি তোমাকেই জাপটে ধরে বাচার চেষ্টা করছি। ব্যর্থ চেষ্টা।তোমার নাগাল তো আর পাচ্ছিনা,তাই বেচে থাকাটাও কেমন যেন অর্থহীণ ঠেকছে। কে না চায় ভালো থাকতে বলো!!! তুমিও চেয়েছ,তাইতো চলে গেছ। আমার সাথে থাকলে ভালো থাকবে নাকি খারাপ থাকবে তার তো কোন নিশ্চয়তা ছিল না তাই না?? কিন্তু খুব ভালবাসতাম এটার নিশ্চয়তা তোমার কাছেও ছিল। হয়ত এই জীবনে ভালোবাসাই সব কিছুনা তাইতো চলে গেছ। সুখে থাকবে জানি,তাই আর বিরক্ত করব না, তোমার ভালো থাকাও বাধাগ্রস্ত করব না। খুব ভালো থেকো সুরঞ্জনা, অনেক ভালো থেকো....
Subscribe to:
Post Comments (Atom)
সে এক বিরাট সমুদ্র
সে এক বিরাট সমুদ্র। আমার অত সামর্থ কই তারে আগলে রাখি। শুধু তার বুকে একদিন বিকট শব্দে আছড়ে পড়ে বিসর্জন দেয়ার স্বপ্নই দেখতে পারি।
-
কোন এক বৃষ্টি ভেজা রাত রাত ১২ টা ছুঁই ছুঁই। বিদ্যুৎ নেই, লোডশেডিং হয়েছে কিছুক্ষন আগেই। সারা রোম ঘুট ঘুটে অন্ধকার।। বাহিরে ঝুম ঝুম শব্দের অন...
-
আজ প্রায় বছর খানেক হয়ে গেলো,তুমি আমি আর একসাথে নেই। না এমনটা নয় যে তোমাকে আর মনে মনে পড়েনা। তবে আগের মত প্রতি মুহুর্তে মনে পড়েনা। এখন আমার ক...
No comments:
Post a Comment