Friday, May 24, 2019

জানি দুইজনই সুখে থাকব

আমার বুকফাঁটা করুন আর্তনাদ বা চিৎকার কোনটাই তোমার কাছে পৌছবে না। মস্তিষ্ক আর হ্নদয়ের রক্তক্ষরণগুলোও তোমার অজানাই থেকে যাবে। প্রতিটি কোষ শিরা উপশিরায় বয়ে চলা তোমার নামের অনুভূতিগুলোও তোমাকে খবর দিবে না।আমার এই এত সুখে থাকা কোনভাবেই তোমার সুখকে প্রভাবিত করবে না আমি জানি, আমি জানি আমরা দুইজনই সুখে থাকব। কিন্তু তোমার সুখ আর আমার সুখের ধরণ হবে ভিন্ন।বিপরীতমুখী সুখেই বিভোর হয়ে কাটিয়ে দিব শত সহস্র প্রহর...।।

No comments:

Post a Comment

সে এক বিরাট সমুদ্র

সে এক বিরাট সমুদ্র। আমার অত সামর্থ কই তারে আগলে রাখি। শুধু তার বুকে একদিন বিকট শব্দে আছড়ে পড়ে বিসর্জন দেয়ার স্বপ্নই দেখতে পারি।