আমার বুকফাঁটা করুন আর্তনাদ বা চিৎকার কোনটাই তোমার কাছে পৌছবে না। মস্তিষ্ক আর হ্নদয়ের রক্তক্ষরণগুলোও তোমার অজানাই থেকে যাবে। প্রতিটি কোষ শিরা উপশিরায় বয়ে চলা তোমার নামের অনুভূতিগুলোও তোমাকে খবর দিবে না।আমার এই এত সুখে থাকা কোনভাবেই তোমার সুখকে প্রভাবিত করবে না আমি জানি, আমি জানি আমরা দুইজনই সুখে থাকব। কিন্তু তোমার সুখ আর আমার সুখের ধরণ হবে ভিন্ন।বিপরীতমুখী সুখেই বিভোর হয়ে কাটিয়ে দিব শত সহস্র প্রহর...।।
No comments:
Post a Comment