Wednesday, September 4, 2019

সুভাষীনি অপ্সরা তুমি

সুভাষীনি অপ্সরা ও রূপসী তুমি,
উদ্ধত ভালোবাসায় আবিষ্টতার বদলে লজ্জায় নতমুখী,
স্বরচিত পঙক্তিমালার স্বেচ্ছাচারী শব্দাবগন্ঠন।
সকালের সোনালী রোদে চিকচিক করা
নতুন প্রতিশ্রুতি-
যেন সহসাই হাত বাড়িয়ে ছোঁয়া যায়।
অথচ ভীষণ হিসেবি তুমি-
পাছে বিকেলের রোদে ম্লান হয় যদি প্রকৃতি।

তুমি পূর্ণেন্দু, সময়ের শেষ্ঠ দাবি-
নিরর্থক নিজেকে লুকিয়ে রাখা।
ভয় নেই,
সাহসের ভগ্নাংশে যদি পূর্নগ্রাসী হয় সূর্য
তাহলে হে পূর্ণ শশী-
আমার শুধু চাই স্পর্ধিত ভগ্নাংশ।

No comments:

Post a Comment

সে এক বিরাট সমুদ্র

সে এক বিরাট সমুদ্র। আমার অত সামর্থ কই তারে আগলে রাখি। শুধু তার বুকে একদিন বিকট শব্দে আছড়ে পড়ে বিসর্জন দেয়ার স্বপ্নই দেখতে পারি।