Wednesday, September 4, 2019

হারিয়ে আজ ভালোবাসা

তোমার অনেক দিনের সুন্দর সম্পর্ক। দুইজনই খুব পজেটিভ।তোমাদের মধ্যে কোন ঝগড়াও নেই তেমন। সবকিছুই ঠিকঠাক চলছিলো। কিন্তু হঠাৎই একজন ডেকে নিয়ে বলবে দেখ তোমার সাথে আমার আর হচ্ছে না। তুমিতো অবাক বলবে, কেন? উত্তর হয়ত আসবে জানি না।
বলবে, তোমার প্রতি আমার কোন এট্রাকশন, ফিলিংস, ভালোবাসা কিছুই কাজ করে না।এভাবে আর সম্ভব না। তুমিতো দুই চোখে অন্ধকার দেখা শুরু করবে। নিজের সর্বস্ব দিয়ে আপ্রাণ চেষ্টা করবে তাকে ধরে রাখার। প্রথম প্রথম হয়তবা সহায়নুভূতি পাবে তার কাছ থেকে।কিন্তু সেটা অল্প কিছুদিনই। সে নিজ থেকেই তোমাকে দূরে সরানোর চেষ্টা করতে থাকবে। তোমার প্রতিটা কাজ তার কাছে বিরক্তিকর আর অর্থহীণ ঠেকবে।তার প্রতিটা অবহেলা তোমাতে তীরের মত এসে বিধবে। একসময় অপমান করাও শুরু করবে।তুমি কি করবে, কি না করবে কিছুই বুঝে উঠতে পারবে না। পাগলামি শুরু করবে একসময়। কিন্তু এত শত পাগলামি, করুন আর্তনাদ, বাধভাঙা কান্না কিছুই আর অন্য প্রান্তে পৌঁছাবে না। এভাবেই সে হারিয়ে যাবে তোমার জীবন থেকে। তোমার কাছে তাকে হারানোর একটা কারণও জানা থাকবেনা। আর সেটাই তোমাকে অনেক বেশি ভুগাবে, কষ্ট দিবে।হ্যাঁ তুমি অনেক কষ্ট পাবে, অনেক, অনেক। কিন্তু সময় আবার সব ভুলিয়ে দিবে৷ টাইম ইজ এ গুড হিলার। একসময় তুমি বুঝতে পারবে যে তোমার আর তার জন্য অত খারাপ লাগে না। অই যে ঘুমাতে গেলেই যা একটু, এছাড়া আর তেমন মনেই পড়ে না। নিজেকে নিয়েই ব্যাস্ত থাকো সারাক্ষন। একটা বিষয় কি জানো??
তোমার ভিতরের সুন্দর সত্ত্বাটা মরে গেছে এতদিনে। তোমার ভিতর থেকেও ভালোবাসা আবেগ অনুভুতিগুলো উধাও হয়ে গেছে। তুমি আবার নতুন করে শুরু করতে চাইবে সব। হ্যাঁ  জোর করেই চাইবে। কিন্তু খুব সহজ হবে না। যে চলে গেলো সে শুধু তোমাকেই না বরং আরো একটা মানুষের জীবন থেকে ভালোবাসা কেড়ে নিলো। কারণ একটা সময় আসবে যখন তোমাকে আবার কেউ আপন করে পেতে চাইবে, তোমায় নিয়ে স্বপ্ন দেখতে চাইবে, তোমায় অনেক ভালোবাসতে চাইবে। তুমি হয়তবা তাকে তোমার জীবনে জায়গাও করে দিবে দীর্ঘদিনের শূন্যতা পূরণের স্বার্থে। কিন্তু তাকে কি ভালোবাসতে পারবে.......???
তবুও জীবন কেটে যাবে জীবনের নিয়মে।  মাঝে পড়ে থাকবে গভীর রাতের কিছু দীর্ঘশ্বাস, আর জোড়াতালি দেয়া কিছু স্বপ্ন।

No comments:

Post a Comment

সে এক বিরাট সমুদ্র

সে এক বিরাট সমুদ্র। আমার অত সামর্থ কই তারে আগলে রাখি। শুধু তার বুকে একদিন বিকট শব্দে আছড়ে পড়ে বিসর্জন দেয়ার স্বপ্নই দেখতে পারি।