বৃষ্টি, তুমি কি এখনি আসবে?
একটু পর এসো-
আমার সবটুকু অস্তিত্ব ভিজিয়ে দিয়ে যেও।
আলোছায়ার এই নাট্যমঞ্চে অভিনয়ে ব্যার্থ, আমি আজ খুবই ক্লান্ত।
একটু গুছিয়ে নেই,একটু তৈরি হয়ে নেই-
তোমাতেই বিলিয়ে বিসর্জন দিব আমার সর্বস্ব।
ঝুম বৃষ্টি তুমি চলেই এলে!
এবার তোমার সাথে ঝড়ে পড়া স্বপ্নগুলোকে তলিয়ে দাও অতল গভীরে।
যেখান থেকে তাদের অদ্ভুত মায়াকান্না আমার কান পর্যন্ত কখনোই আর পৌঁছাবে না।
আমাকে বিভোর করবে না অকৃতিমতা আর অনিশ্চয়তায়,
মুক্ত উদ্দীপনা যেখানে বয়ে বেড়াবে আমার সমস্ত অবয়বে।
না বলেই চলে যাচ্ছ?
ধুলোয় ঢাকা ভালোবাসাহীন আবেগ অনুভূতিগুলো কেন বারবার উঁকি দিচ্ছে?
তোমার তো এদের তলিয়ে দেয়ার কথা ছিল!
তবে কি তুমি তোমার পবিত্র জলে তাদের পরিষ্কার করে দিলে??
No comments:
Post a Comment