আমার ডায়েরীর শুন্য খাতার পূর্নতা তুমি,
আমার কলমের প্রতিটি আচরের অন্তরালে লুকিয়ে থাকা স্বপ্ন তুমি।
কবিতার প্রতিটি লাইনের ফাকে লুকিয়ে থাকা রহস্য তুমি।
গল্পের ভাবার্থ সারমর্মও শুধু তোমাকে ঘিরেই।
তোমায় নিয়ে আগের মত ডায়েরী খুব একটা লেখা হয়না বটেই-
কিন্তু যান্ত্রিক এই জীবনের প্রশান্তি নামক অনুভূতি তুমি।
ব্যস্ততার মাঝেও কারো জন্য সুখে থাকার অনুভূতি তুমি।
আঘাত ভুলে বিপরীত ঝড়েও অটল থেকে অনুপ্রেরণা পাওয়ার অনুভূতি তুমি।
ভালোবাসা নামক ক্ষুদ্র শব্দটুকুর বিশালতায় আমার আশ্চর্য সুখের অনুভূতি তুমি।
চারপাশের যান্ত্রিকতা ভুলে কারো নাম জপতে জপতে মুখের হাসি খেলার নাম তুমি।
পাওয়া না পাওয়ার আকাঙ্ক্ষায় তোমাকে কাছে পাওয়া যেন মনের পূর্ণতা,
আর সেই পূর্নতার পূর্ণতায় বিমোহিত সুখের আবাসস্থলও-
শুধুই তুমি
শুধুই তুমি ❤
No comments:
Post a Comment