গোধূলির আবছা আলোয় তোমাকে খুঁজি
যেখানে খুঁজে পাওয়ার ইচ্ছেটুকুও মৃতপ্রায়।
রাতের গভীর অন্ধকারে শুনশান নিরবতায় তোমাকে খুজি,
যেখানে নিরবতা ভেঙে তোমার শ্বাস-প্রশ্বাস শোনার ইচ্ছে অনেকটাই স্তিমিত।
মস্তিষ্কের যতনে আগলে রাখা স্মৃতিতে তোমাকে খুঁজি,
বিলুপ্তপ্রায় স্মৃতিতে তোমাকে খুঁজে পাওয়াটাও যেখানে খুব দুষ্কর হয়ে পড়েছে।
তোমাকে খুঁজি চেনা শহরের প্রতিটি অলিতে গলিতে
যেখানে তোমার আমার পদচিহ্ন মাখামাখি করে আছে, সংসার পেতেছে কিন্তু -
তুমি নেই আমি নেই।
খুঁজি তোমাকে প্রতিটি বৃষ্টির ফোটার সাথে ঝড়ে পড়া স্বপ্নগুলোতে, অনুভুতিগুলোতে!
যদিবা এক আধটু তুমি ওতে লেগে থাকো!
খুঁজি তোমায় নিশিরাতের অগনিত দীর্ঘশ্বাসে,
যাতে তুমি লেগে আছো ওতপ্রোত ভাবে।
খুঁজি দাঁড়িয়ে ভীড়ের মধ্যে থাকা উঁচু জায়গাটায়,
যদি একবার, শুধু একবার তোমার দর্শনে রিদ্ধ করতে পারি এই অতৃপ্ত আত্না আমার।
যেখানেই যাই যেদিকেই যাই,
শুধু তোমাকেই খুঁজি।
জানি তুমি নেই তবুও-
তোমার খুঁজে চোখজোড়া স্থির থাকতে চায়না আমার!
দশ দিশে তোমারই খুঁজে ধেয়ে বেড়ায়।
No comments:
Post a Comment