Wednesday, September 4, 2019

তোমাতে আমি

তোমার লুকানো আঁচলের প্রতিটি ভাজে লুন্ঠিত হ্নদয়ের সংখ্যাতত্ত্বে অনীহা আমার।
তোমার দীঘল চোখের কাজলের গভীরে দেখেছি নিষ্পাপ প্রেমের মৃত্যু অগণিতবার।
তোমার নিটোল দেহের ছন্দে মন্দাক্রান্তার আহ্বান, রক্তকোষে মাদকতা,অজানা শিহরণ,অবিরাম স্বগতোক্তি-
তোমার স্ফুরিত অধরের রক্তিমতায় জয়ের অদম্য স্পৃহা-
চুম্বন-দংশনে রক্ত পিপাসু ইচ্ছের হুটোপুটি....

No comments:

Post a Comment

সে এক বিরাট সমুদ্র

সে এক বিরাট সমুদ্র। আমার অত সামর্থ কই তারে আগলে রাখি। শুধু তার বুকে একদিন বিকট শব্দে আছড়ে পড়ে বিসর্জন দেয়ার স্বপ্নই দেখতে পারি।