Wednesday, September 4, 2019

অস্তমিত সূর্য

তোমার তাকে মনে করার হাজারটা কারণ থাকলেও,তোমাকে তার মনে করার কারনগুলো
আজ অস্তমিত। নতুন সূর্যই তার কাছে প্রচণ্ড অর্থবহ আর সুপ্রসন্ন ভবিষ্যতের পাথেয়।
স্বপ্নভঙ্গের যন্ত্রনায় হাসফাস করতে করতে
জীবনের অন্তিম ক্ষণে হয়ত পৌঁছে যাবে।
কিন্তু পিছনে কি ফেলে যাবে জানো?
ফেলে যাবে জমতে জমতে কঠিন হওয়া নিখাদ কিছু রক্তছাপ আর গভীর রাতের অগনিত দীর্ঘশ্বাস.....

No comments:

Post a Comment

সে এক বিরাট সমুদ্র

সে এক বিরাট সমুদ্র। আমার অত সামর্থ কই তারে আগলে রাখি। শুধু তার বুকে একদিন বিকট শব্দে আছড়ে পড়ে বিসর্জন দেয়ার স্বপ্নই দেখতে পারি।