তুমি কি দেখতে পারছো?
শুনতে পারছো?
অনুভব ও কি করতে পারছো?
পারছো না!?
চোখ যার স্বার্থবাদের স্বপ্নে অন্ধ
সে কিভাবে দেখবে!
কর্ণে যার দমাদম বাজে স্বার্থের মিথ্যে দামামা
সে কিভাবে শুনবে!
অন্তর যার কলুষিত স্বার্থলিপ্সায়
সে কিভাবে অনুভব করবে!
স্বার্থপর, হ্যাঁ তুমি স্বার্থপর!
স্বার্থপররা কিছুই দেখেনা,বুঝেনা অনুভব করে না, স্বার্থছাড়া!
স্বার্থের মাঝে কি ভালোবাসা খুঁজে পেয়েছো?
শান্তি সেটা?
নিশ্চই তুমি পেয়েছো,নিশ্চই তুমি অনন্য!
আমি নাহয় ক্ষমা করেই দিলাম
কিন্তু তুমি?
তুমি নিজেকে কিভাবে ক্ষমা করবে?
স্বার্থের এই আগ্রাসন থেকে কোনদিনও কি মুক্ত হবেনা?
সেদিন কিভাবে নিজেকে সামলিয়ে নিবে?
আত্নহত্যা করবে?
তাতে কি ভালোবাসা আর শান্তি ফিরে পাবে?
পাবে না, পাবে না।
অপার্থিব এই জগতে সবই মিথ্যে, সবই ছল।
শুধু একটু লোক দেখানো ভালো থাকার কায়দা!
No comments:
Post a Comment