Sunday, September 8, 2019

তুমি কি শেষরাতে ভাঙা ভাঙা মেঘে ঢাকা আকাশ দেখেছো?

তুমি কি কখনো শেষরাতে ভাঙা ভাঙা মেঘে ঢাকা আকাশ দেখেছো?
চারদিকের রহস্যময় ম্লান অন্ধকার ছাপিয়ে
আমাকে অনুভব করেছো?
বিনিদ্র আরোক্ত চোখে আত্নমগ্ন হয়ে
শুন্যতায় ভেসেছো?
দু'চোখে শূন্যতা, চেহারায় যন্ত্রনার ছাপ আর নীরব ক্রন্দনধ্বনি কোনদিনও কি তোমায় কাঁপিয়ে তুলেছিলো?

হাজার যুগের তারার উৎস ঐ আকাশটাকে
হ্নদয়ের খুব কাছে এনে বলেছিলে কি আমার কথা?
চোখের অতল হ্নদের আভায় অব্যক্ত স্বপ্নগুলোর চোখে ধুপছায়া মেখে তাদের কি কখনো মেলে ধরেছিলে,
আকাশের বিশালতায়?

গাঢ় রাত্তিরে নির্জনতার কারাগারে বিষন্ন সুরে কি কখনো ডেকেছো আমায়?
আত্নার গহন নিঃসঙ্গতা কি তোমাকে বার বার আত্নতৃপ্ত করতে পেরেছিলো?
শান্ত রুপালি আল্পনাময় জ্যোৎস্নার মৃদু মোলায়েম আলোর আলিঙ্গন তোমাকে কি শান্ত করতে পেরেছিলো?

চাঁদের বালিশে মাথা রেখে ঘুমিয়ে পড়ো এবার,
অনেক রাত হয়ে গেলো !

No comments:

Post a Comment

সে এক বিরাট সমুদ্র

সে এক বিরাট সমুদ্র। আমার অত সামর্থ কই তারে আগলে রাখি। শুধু তার বুকে একদিন বিকট শব্দে আছড়ে পড়ে বিসর্জন দেয়ার স্বপ্নই দেখতে পারি।