আমি দূষিত বাষ্পে পূর্ণ নিকৃষ্ট নীলাভ আকাশ!
সাদা মেঘের ভেলা যেখানে খেলা করে না,
রঙ বেরঙের ঘুড়ি উড়ে না-
উড়ে শুধু দৈত্যাকার শকুন।
আমি কংক্রিটের শহরে ধূসর বর্ণের বিস্তৃর্ণ পিচঢালা পথ-
বিচিত্র সব সত্তার বিচরণে ক্ষয়ে যাওয়া অস্তিত্বের অধিকারী।
যেখানে আমি অনুভব করি এক পা দু পা করে হেটে চলা, রিকশায়-বাসে করে দাপিয়ে চলা মানুষগুলোর অপ্রকাশিত আর্তনাদ, হাহাকার আর সৌন্দর্য্য-
নিজের মধ্যে এত বড় বড় গর্ত কখন যে সৃষ্টি হয়ে যায় বুঝতেই পারিনা।
আমি অমাবস্যার মতো নিকষ কালো অন্ধকার রাত-
কলঙ্কিত কালো কালো রক্তের মতো অযাচিত অনুভূতিগুলো ঝরে যায় যার বুক চিড়ে।
যে সাক্ষী হয় মিথ্যে স্বপ্ন দেখা অসুখের আর হাজারো স্বপ্ন ভাঙার যন্ত্রনার।
আমি বাস্তব!
আমি বাস্তবতা!
No comments:
Post a Comment