Wednesday, September 4, 2019

এক কোটি বছর হয় তোমাকে দেখিনা

এক কোটি বছর হয় তোমাকে দেখিনা,
তোমার মাতাল করা কন্ঠ শুনি না।
লজ্জায় নত হওয়া রক্তিম লালিমা তোমার গালে ভেসে উঠা  ভুলেই গেছি প্রায়!
কেমন আছ তুমি?
জীবনের হিসেব ঠিকমত বুঝে পেয়েছ তো? 
আমি না আমার কিছুই মিলাতে পারছি না।
সব এলোমেলো শুন্যে ভাসছে।
ভেবেছিলাম গুছিয়ে নেব। কিন্তু আমার অস্তিত্বের অনেকটা জুড়েই তোমার বসবাস, তাই তোমায় ভুলা সম্ভব হয়নি।
এমন কোন দিন নেই রাত নেই যেদিন তোমার নাম ধরে চিৎকার করে তোমায় ডাকিনি।
হয়ত ডাকতেই থাকব এটা নিশ্চিত জেনেও যে,
এই করুন আর্তনাদ বা শব্দগুচ্ছ কোনদিনও তোমার কাছে আর পৌঁছাবে না।
খুব দেখতে ইচ্ছে করছে আজ ক'দিন।
মিথ্যে স্বপ্ন, মিথ্যে আশা আর অপূরণীয় ইচ্ছা একদিন ঠিকই মিলিয়ে যাবে জানি।
তবুও ভাবি,
যদি একবার ফিরে আসতে......

No comments:

Post a Comment

সে এক বিরাট সমুদ্র

সে এক বিরাট সমুদ্র। আমার অত সামর্থ কই তারে আগলে রাখি। শুধু তার বুকে একদিন বিকট শব্দে আছড়ে পড়ে বিসর্জন দেয়ার স্বপ্নই দেখতে পারি।