জানি তোমাকে পাবো না কভু আর শিশিরভেজা প্রাতে
কিংবা কভু ধরব না ও হাত মায়াবী জ্যোৎস্নারাতে,
তবুও তোমার অস্তিত্ব কেন আজও এতটা প্রকট
হৃৎপিণ্ড থেকে শোণিতধারারা যেন তোমাকেই বয়ে আনে।
মনকে বোঝাই, ওরে থাম, আর কেন? যুগ পেরিয়ে গেছে,
মুছে ফেল যত জলের আলপনা, বৃথা হবে তোর বওয়া,
মন বলে, তবে লিখেছিলে কেন এমন কালি দিয়ে?
যে লেখাখানি মুছবে কেবল -- মৃত্যু যন্ত্রনা দিয়ে।
কি আর করা? মনের সাথে তো ঝগড়া করাও দায়,
তার কথাতেই ওঠ-বস করা, একান্ত নিরুপায়,
শেষে ভাবি যাক, সময় একদিন সবই ভুলিয়ে দেবে,
জানিনা সেদিনটা আগে আসবে, না জীবনের শেষদিন হবে।।
No comments:
Post a Comment