ডায়েরী লিখা আমার মতে অনেক গুলো চমৎকার অভ্যাসের মধ্যে একটি। যারা ডায়েরী লিখে তারা নিশ্চই বুঝে এর গভীরতা। ডায়েরী তে কি লিখে?
কেউ টুকে রাখে প্রতিদিনের ঘটে যাওয়া ছোটখাটো বিষয়গুলো। কেউ কিছুদিন পর পর
স্মরণীয় মুহুর্তগুলো বন্দি করে ডায়েরীর পাতায়। আবার কেউবা অতিরিক্ত খুশিতে
বা দারুণ কষ্টেও ডায়েরী নিয়ে বসে। কাউকে বলতে না পারা কথাগুলো লিখে রেখে
নিজেকে মুক্তি দিতে চায়। আসলেই কি মুক্তি দিতে পারে? না, বরং লিখতে গেলেই
সকল স্মৃতি আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে বলে আমাকে লিখো,আমাকে লিখো। ক্ষতগুলো আরো
বেশি স্পষ্ট হয়, আবার সুখগুলোও দল বেধে ঘুরতে আসে মনের বাগানে।
সবমিলিয়ে সুখ দু:খ সবকিছুরই দারুণ এক মিশ্রন ঘটে ডায়েরীতে। আর দিন দিন ডায়েরীর পাতাগুলোও ভারী হতে থাকে।
অনেকদিন পর যখন আবার সেই পাতাগুলো উলটানো হয়, তখন প্রতিটা স্মৃতি যেন
চোখের সামনে ভেসে উঠে খুব স্পষ্ট হয়ে। কয়েক মুহুর্তের জন্য "প্রাচীন"আমাতে
কেউ কেউ হারিয়ে যায়। কখনো হাসি পায় আবার কখনো বা মন খারাপের একরাশ মেঘ এসে
জমাট বাধে। পুরনো কিছু আবেগ অনুভূতি জাগিয়ে তোলে, মনকে ভাবিয়ে
তোলে............
No comments:
Post a Comment