Saturday, July 13, 2019

বৃষ্টি বিলাস

বৃষ্টির টুপটাপ শব্দ অনুভূতিগুলোকে খুব করে আন্দোলিত করছে। প্রতিটি ফোটার সাথে সাথে ঝড়ে পড়ছে কত প্রেম, ভালোবাসা আর অভিমান!
কারো কাছে বৃষ্টি নিয়ে হাজির হয় কতগুলো অকৃত্রিম সুন্দর স্বপ্নের অনুভূতি ,আর কারো কাছে স্বপ্ন ভাঙার যন্ত্রণা। কেউ খুব করে উপভোগ করতে চায়,আবার কেউ পালিয়ে বাঁচতে চায়।
বৃষ্টি এমনই, যেকারো মনকেই নাড়িয়ে দেয়। কেউ হয়ে যায় বাধভাঙা উল্লাসের কবি,আবার কারো লেখায় অভিমান ঝড়তে থাকে।
বৃষ্টির দিনে সংবেদনশীল মানুষও রসসিক্ত হয়ে উঠে। তার মনে পড়ে সুখময় অতীত,পুরনো স্মৃতি আর সে ভালোলাগার আলপনা আকে মনে মনে। আবার বৃষ্টি কখনো বিষন্নও করে মন,একলা জীবনে বাড়ায় বিরহ।
ফররুখ আহমেদের একটা কবিতা পড়েছিলাম অনেক আগে বৃষ্টি নামে। কবিতা পড়তে আমার বরাবরই ভালো লাগে। কিন্তু এই কবিতার শেষ অংশটা আমি কখনোই বুঝতাম না তখন-
" তৃষিত বনের সাথে জেগে উঠে তৃষাতপ্ত মন
পাড়ি দিয়ে যেতে চায় বহু পথ,প্রান্তর বন্ধুর
যেখানে বিস্মৃত দিন পড়ে আছে নিঃসঙ্গ নির্জন
সেখানে বর্ষার মেঘ জাগে আজ বিষণ্ণ মেদুর।।
কেউবা রঙিন কাথায় মেলিয়া বুকের স্বপনখানি
তারে ভাষা দেয় দীঘল সূতায় মায়াবী আস্তর টানি।
আজিকে বাহিরে শুধু ক্রন্দন ছলছল জলধারে
বেণু-বনে বায়ু নীড়ে এলোকেশ,মন যেন চায় কারে।।"
লাইনগুলোর অর্থ বুঝলেও তেমন অনুভব করতে পারতাম না। এখন বুঝি, অনুভবও করি। বৃষ্টির সাথে আমাদের মনের একটা গভীর যোগসুত্র আছে। বৃষ্টি ভাবায়,কাঁদায় ,অনুভব করতে শিখায়, ভালোবাসতে শিখায়। বৃষ্টির সার্থকতা এখানেই.....

No comments:

Post a Comment

সে এক বিরাট সমুদ্র

সে এক বিরাট সমুদ্র। আমার অত সামর্থ কই তারে আগলে রাখি। শুধু তার বুকে একদিন বিকট শব্দে আছড়ে পড়ে বিসর্জন দেয়ার স্বপ্নই দেখতে পারি।