Monday, July 8, 2019

এভাবে ঘর বাধা যায় না

তোমার ঠিকানা আমার জানা নেই-
বাহির দুয়ারে শুধু কড়া নেড়ে যায় অচেনা লোক;
যেনেছি যেটকু তাতে ঘর বাধা যায় না,
কাছে আসা যায় না।
কারণ আমার ডাক তুমি শুনতে পাবে না,
তোমার আমার মাঝে অনেক দূরত্ব-প্রাচীর-
কিভাবে ডাকব তোমায়?
তুমিতো দাওনি তোমার ঠিকানা,
শুধু আমারি কথা ছিল ছুটে যাওয়ার-
আশার প্রহর গুনে দেখা মেলে না,
মেলেনা তোমার সৌরভ।
ফিরে এসেছি তাই রিক্ত হাতে,
আপন ঠিকানায়,
আপন কুঠিরে।

No comments:

Post a Comment

সে এক বিরাট সমুদ্র

সে এক বিরাট সমুদ্র। আমার অত সামর্থ কই তারে আগলে রাখি। শুধু তার বুকে একদিন বিকট শব্দে আছড়ে পড়ে বিসর্জন দেয়ার স্বপ্নই দেখতে পারি।