Tuesday, March 10, 2020
কবিতার এখানেই আসন্ন বিজয়
রাস্তার প্রতিটা মোড়ে মোড়ে একটা করে দোকান বসবে প্রিয়তমা, তোমার জন্য।
বেশি কিছু নয় একমুঠো চুরি, পায়ের নূপুর, লাল রঙয়ের আলতার সাথে নাকের নোলক নিয়ে৷
তোমার জন্য গোলাপ হাতে দাঁড়িয়ে থাকবে লক্ষ কোটি যুবক।
অতঃপর, যখন তোমার আগমন ঘটবে ভালোবাসা বিনিময়ের জন্য, চতুর্দিকে রঙিন আলো আলোকিত করবে মন।তোমার প্রশংসায় পঞ্চমুখ যুবকেরা হাঁটু গেড়ে প্রেম নিবেদন করবে। যে তোমাকে বুঝতে পারবে, ভাল রাখতে পারবে তাকেই নিও৷
আমি না হয় একটু বেশিই ভালবাসি, একটু বেশি যত্ন নিতে চাই।ভাল রাখার আর ভালবাসার মধ্যে যে সূক্ষ্ম পার্থক্যটুকু আছে সেটা তোমার বোধগম্য নয়৷
বলছি না আমাকে নিয়ে অনেক ভাবতে হবে,
রাস্তার মোড়ে মোড়ে ছেলেরা যখন তোমার জন্য হাঁটু গেড়ে বসে থাকে, আমাকে নিয়ে না ভাবলেও চলবে৷
ভাগ্যিস এই লেখনি শক্তি দিয়েছেন সৃষ্টিকর্তা।
তোমাকে জয় করার জন্য নয়!
এই পৃথিবীর প্রতিটি সত্যিকার ব্যর্থ প্রেমিকের মনের কথাগুলো দীপ্ত কণ্ঠে বলার জন্য।
মেয়ে জাতির ভালো প্রেমিক পছন্দ নয়৷
যে তোমাকে ভালোবেসে নিজের সত্ত্বাকে সঁপে দিলো, ইচ্ছা কে বিলিয়ে দিল,নিজের ভালোলাগাকে তোমার ভালবাসায় বিলীন করে দিলো তাকেই মেকি মনে হয়,বানোয়াট মনে হয়৷
তোমার জন্য উদ্ভট দুশ্চরিত্র লম্পট যথেষ্ট।
তুমি তাকে নিয়ে নতুন জীবনের স্বপ্ন দেখো, আর সে স্বপ্ন দেখে তোমাকে উপভোগের।
অথচ যে তোমাকে ভালোবাসলো, নিজের সত্ত্বাকে তোমার কাছে সঁপে দিলো–
হায়! আর নাইবা বলি!
বিশ্বের প্রতিটা সত্যিকারের প্রেমিকের কথা গুলো তোমাদের কাছে সিনেমাটিক মনে হয়,
অথচ ভন্ড লম্পট দুশ্চরিত্রদের মুখ নিঃসৃত মেকি
বানীগুলো রোমান্টিক মনে হয়, হৃদয়ে তোমাদের শিহরন তোলে৷
শিহরণ যখন হটাৎ থমকে যায়?
নিস্তব্ধ হয়ে দেওনাপাওনার হিসাব চুকাও?
হিসাবে গরমিল? হ্যাঁ হবেই তো।
তখন বাপ ভাই বাদে সকল পুরুষ খারাপ বলে গম্ভীরমুখে চিৎকার করতে থাকো।
অথচ যে তোমায় ভালবেসে নিজের সত্তাকে সঁপে দিলো,অস্তিত্ব বিলীন করলো তার হিসাবটা আড়ালেই থাকে।
এই মায়ার পৃথিবীতে দুশ্চরিত্রদের জন্য প্রেমমঞ্চ উন্মুক্ত করে যাচ্ছি৷
আর এদের একমাত্র প্রেমিকা হবে তুই বা তোরা৷
কবিতার এখানেই আসন্ন বিজয়৷
Subscribe to:
Post Comments (Atom)
সে এক বিরাট সমুদ্র
সে এক বিরাট সমুদ্র। আমার অত সামর্থ কই তারে আগলে রাখি। শুধু তার বুকে একদিন বিকট শব্দে আছড়ে পড়ে বিসর্জন দেয়ার স্বপ্নই দেখতে পারি।
-
কোন এক বৃষ্টি ভেজা রাত রাত ১২ টা ছুঁই ছুঁই। বিদ্যুৎ নেই, লোডশেডিং হয়েছে কিছুক্ষন আগেই। সারা রোম ঘুট ঘুটে অন্ধকার।। বাহিরে ঝুম ঝুম শব্দের অন...
-
আজ প্রায় বছর খানেক হয়ে গেলো,তুমি আমি আর একসাথে নেই। না এমনটা নয় যে তোমাকে আর মনে মনে পড়েনা। তবে আগের মত প্রতি মুহুর্তে মনে পড়েনা। এখন আমার ক...
No comments:
Post a Comment