Wednesday, March 11, 2020

তুমি শহরময় হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত হবে

তুমি শহরময় হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত হবে,একটু হাত বুলিয়ে দেখ চিরকুটে,
প্রণয়ের তীব্রতা কতটা ছিল।
ভেজা চিরকুট ছুঁয়ে দিলেই দেখবে ওগুলোতে
তোমাকে হারানোর দারুণ যন্ত্রনা আঁকা ছিল।

No comments:

Post a Comment

সে এক বিরাট সমুদ্র

সে এক বিরাট সমুদ্র। আমার অত সামর্থ কই তারে আগলে রাখি। শুধু তার বুকে একদিন বিকট শব্দে আছড়ে পড়ে বিসর্জন দেয়ার স্বপ্নই দেখতে পারি।