Wednesday, March 11, 2020

ভালবাসি বলে ক্ষমা করে দিও


ভালবাসি বলে ক্ষমা করে দিও।
ভালবাসার অধিকারটুকু চেয়েছিলাম বলে ক্ষমা করে দিও।
নিজের ইচ্ছেগুলো পূরণে তোমাকে পাশে চেয়েছিলাম বলে ক্ষমা করে দিও।
তুমি হারিয়ে যাবে বলে যে পাগলামি করেছিলাম তার জন্য ক্ষমা করে দিও।
সবশেষ হয়ে যাওয়ার পরও বার বার তোমার কাছে অাস্তে চেয়েছিলাম বলে ক্ষমা করে দিও।
তোমাকে দিনের পর দিন জ্বালিয়েছি আমার আজেবাজে কথা দিয়ে, তাই ক্ষমা করে দিও।
তোমার জীবনে বেশি দখল নিতে চেয়েছি বলে  ক্ষমা করে দিও।
তোমার সাথে অভিমান করেছিলাম বলে ক্ষমা করে দিও।
তোমাকে সবসময় পাশে চেয়েছিলাম বলে ক্ষমা করে দিও।
সর্বশেষ তোমার জীবনে এসেছিলাম বলে ক্ষমা করে দিও।
কথা দিলাম আজ থেকে তোমাকে আমার কারণে কোন কিছু সহ্য করতে হবে না।
আমার পাশেও দাঁড়াতে হবে না।
আমি নিজেকে ঠিক সামলিয়ে নিব।
শুধু চাইব তুমি ভাল থাকো।
খুব ভাল।

No comments:

Post a Comment

সে এক বিরাট সমুদ্র

সে এক বিরাট সমুদ্র। আমার অত সামর্থ কই তারে আগলে রাখি। শুধু তার বুকে একদিন বিকট শব্দে আছড়ে পড়ে বিসর্জন দেয়ার স্বপ্নই দেখতে পারি।