কিছু মানুষ গভীর রাত পর্যন্ত কারো জন্য অপেক্ষা করে। একটা ফোন কলের অপেক্ষা করে, অথবা একটি মেসেজের।
কিছু মানুষ গভীর রাতে অতীতের পাতা খুলে বসে।
দেখে হারিয়ে যাওয়া মানুষটার হা সিভরা মুখের ছবি।
অতীতের ভালোবাসা ভরা টেক্সটের মিথ্যে ভরা লাইনে চোখ ভিজিয়ে ফেলে।কেউ কেউ চোখের সামনে সবচেয়ে ভালবাসার মানুষকে পর হয়ে যেতে দেখে।
ইচ্ছে করে বলতে,
"থেকে যাও।
তোমার নরম হাতের মাঝে
আমার কাপতে থাকা কঠিন হাতটা ধরে রাখো"
জগতে কিছু মানুষ কাউকেই আপন করে পায় না।বড় বড় ভালোবাসার সমীকরনের উত্তর মেলে না।কেবল বিশাল বিশাল পাতার লেখা গুলোর ওপর
একটা লম্বা দাগ টেনে দেয়া হয়,
"He/She never ever loved you !!"
সত্যি ভালোবাসাটাই তখন অপরাধ হয়ে দাড়ায়।তাই কিছু মানুষ রাতে ঘুমায় না।
ঘুম আসে না!
রাতের আকাশের তারাগুলো তখন বলতে থাকে,
"তুমি একা, ভীষণ একা"
আমিই তোমার একমাত্র নীরব সঙ্গী।
No comments:
Post a Comment