অন্তরতমা,
একদিন কারফিউ উপেক্ষা করে আমি আবার ফিরে যাব তোমার মন নিতে।
যদিও আমাদের অন্ততকালের বিচ্ছেদ ছিলনা,ব্যাথা ছিলনা,সুখ ছিলনা,ভালবাসা ছিলনা।তারপরও তুমি,আমি কতশত বিচ্ছেদের যে সাক্ষী হয়েছি,তা কেবল সৃষ্টিকর্তাই জানেন।
তোমার মনে ঢুকতে গেলেই যেন জ্বলে ওঠে আত্মসম্মানবোধ।তারপর আর কখনো সাহস করে যাওয়া হয়না ওদিকে।বেঁচে ফিরে আবার বাঁচতে ইচ্ছা হয় আমার।
এত গভীরভাবে তোমাকে মনে করতে গিয়ে আমি যেন আবার ভুলে যায়।
তুমি আসলে কে?কেমন ছিলে?
একটা সুসংগঠিত বিচ্ছেদের জন্ম দিয়ে তুমি রক্তিম চোখে বলেছিলে,"ভুলে যাও।"তারপর থেকে আমি আর মনেই করতে পারিনি তুমি আসলে কে?
জীবন কি আসলেই জটিল নাকি আমি জীবনকে জটিল করলাম?তুমি কি আসলেই অন্তরতমা নাকি আমিই তোমাকে অন্তরতমা বানালাম?
উত্তর পাইনি।
জানো উত্তর?
No comments:
Post a Comment