Friday, January 24, 2020

অন্তসারশুন্য আমাকে যতই পোড়াও

অন্তসারশুন্য আমাকে যতই পোড়াও,
আগুনের উত্তাপ আমাকে বরং আরো বেশি খাটিই করবে। কেননা তোমার উষ্ণতার অনেক উর্ধ্বে পৌছে গেছি আমি।

No comments:

Post a Comment

সে এক বিরাট সমুদ্র

সে এক বিরাট সমুদ্র। আমার অত সামর্থ কই তারে আগলে রাখি। শুধু তার বুকে একদিন বিকট শব্দে আছড়ে পড়ে বিসর্জন দেয়ার স্বপ্নই দেখতে পারি।