কোন মানুষ যদি হাড়ের ভিতর টের পেয়ে যায় অনিবার্য নিঃসঙ্গতা তার-
রক্তের ভিতরে যদি জেনে যায় অতিরিক্ত সে পৃথিবীর পথে-
স্বপ্নের উপায়হীন মৃত্যু যদি উপলব্ধি করে তার সমস্ত মজ্জায়,
তখন বলতে পারো কি যুক্তি তার বেচে থাকবার?
সে এক বিরাট সমুদ্র। আমার অত সামর্থ কই তারে আগলে রাখি। শুধু তার বুকে একদিন বিকট শব্দে আছড়ে পড়ে বিসর্জন দেয়ার স্বপ্নই দেখতে পারি।
No comments:
Post a Comment