প্রিয় মানুষগুলোকে ছাড়া থাকা কষ্টকর। কিন্তু খুব করে চেয়েও প্রিয় মানুষগুলোর কাছে থাকতে না পারা কিংবা ইচ্ছে করে দূরে থাকার যন্ত্রনা কতটা তীক্ষ্ণ তার পরিমাপ করা সম্ভব নয় অনুভব করা ব্যতীত। একদন্ড দেখা বা দুদন্ড কথা বলার আক্ষেপের বিনাশ ঘটে নিজের একান্ত অস্তিত্বে।
ভালো তো সবাই থাকতেই চায়। কেন এত জটিলতা,এত দূরত্ব তবে? জীবনের প্রয়োজনে কেউ সব ছেড়ে পালিয়ে বাচে আবার কেউবা পেয়েও হারায়। কেউবা তীব্র শংকায় ভোগে আবার কেউ সবকিছুর উর্ধ্বে গিয়ে নিজেকেই ধোকা দেয়।
No comments:
Post a Comment