আজ অনেক দিন পর তুমি স্বপ্নে এলে। এর চেয়ে সুন্দর অনুভূতি কিছু হতেই পারেনা। সেই আগের তুমি। স্বপ্নটা দুইটি ভাগে ভাগ করা যায়। একটি অংশ সাধারণ অন্যটি বৈজ্ঞানিক কল্পকাহিনীর মত মনে হচ্ছে, যেখানে তুমি আমাকে যন্ত্রে রুপান্তর করে ব্যবহার করছ। স্বপ্নের ব্যাখা আমি জানিনা তাই বলতেও পারছি না এর বেশি কিছু। শুধু এটুকু বলতে পারি নিশ্চিতভাবে,অনেকদিন পর তোমায় দেখলাম খুব নিজের করে। কিছুদিন আগেও অনেক বেশি স্বপ্নে আসতে,আর স্বপ্নীল হতো সবকিছুই। কিন্তু এখন তেমন আর আসোনা। নীল দরিয়ায় পাল তোলা নৌকাও ভাসেনা দক্ষিণা হাওয়ায়।মনে হচ্ছে খুব ছোট্ট ছিলো স্বপ্নটা। আজীবন স্বপ্ন হয়েই থেকে যেও। তোমার আমার দূরত্ব এখন হাজার মাইলের চেয়েও বেশি, হয়তো অনন্ত। কিন্তু তুমি বাস করো আমার সমস্ত অস্তিত্বে, আমার সকল ভালোলাগা ভালোবাসা জুড়ে। আমার স্বপ্নের জগৎটাও তোমাকে নিয়েই রঙিন। তুমি ছাড়া ফিকে স্বপ্নটাও।
আর কত অপেক্ষা করব। আমার যে কিছুই করার নেই আর তোমার স্মৃতি আকড়ে বেচে থাকা ছাড়া।এবারতো ফিরে এসো। প্লিজ কাম ব্যাক।
আমার হয়ে একবার ফিরে এসো।
শুধু একবার প্রিয়তমা।
No comments:
Post a Comment