Thursday, May 28, 2020

তুমি নিকৃষ্ট

তোমাকে মনে পড়ার খুব একটা কারণ লাগেনা।কারণে অকারণে,সময়ে-অসময়ে তুমি আমার সমস্ত সত্ত্বাকে কাপিয়ে তুলো।দেহজুড়ে ছড়িয়ে দাও হিমশীতল স্রোত। দুর্বল আর অসার হয়ে যাওয়া এই আমার জন্য হাজার বছরের দূরত্বের আরো একটি সীমারেখা অঙ্কন করো বারবার।
তোমার দাবার ক্ষুদ্রতম গুটি হয়ে খুব হিসেবী পথেই চালিত হয়েছি বেহিসেবী মনে।বুঝতে পারিনি সবটুকুই যে কাপড়ে লেগে থাকা ইষৎ রঙিন ময়লা।ক্ষারের সামান্য নির্মন আঁচড়েই যা হারিয়ে যায়,তলিয়ে যায় বিলীন হয়ে যায় অনন্তের পথে।
তোমার স্বার্থের হিসেব-নিকেশের কঠিন ক্যালকুলেশনে আমি সামান্যই কর্তন সামগ্রী।প্রচন্ড আমোদে প্রয়োজনে কোন এক বছরের ঈদে কেনা বিলাসী পন্য।নতুনের জয়গানে যার স্থান হয় অন্ধাকারের কোন অলিতে গলিতে।
সকল প্রতিকূলতার উর্ধ্বে গিয়ে যদি আমি কিছু চাইতাম,সেটা তুমি।বর্ষার শুরুতেই একগুচ্ছ কদম হাতে অথবা বসন্তের মাঝামাঝি হাতভর্তি কৃষ্ণচূড়া সাজিয়ে শিশির জাগা ভোরে তোমার মুখোমুখি হতাম।সকল অনুভূতির বাহ্যিক প্রকাশ সম্ভব নয়। ভালোবাসার আবীর মাখানো অব্যক্ত হাজারো অনুভুতির কিছু হয়তো ছড়িয়ে দিতাম তোমার সমস্ত অবয়বে।আমার শীতল পরশে তোমার সম্পূর্ণ সত্ত্বা কেপে উঠতো। ভালোবাসা ভালোলাগার দিনগুলোতে এক মুহুর্তের জন্য ঘুরে আসতাম তোমার চোখে চোখ রেখে।যেখানে থরে থরে সাজানো আছে অসম্ভব হয়ে যাওয়া কতশত স্বপ্ন আর হাজারো অনুভুতি।কিন্তু এও শুধুই স্বপ্ন।
চাওয়া পাওয়ার নির্মম স্বার্থের খেলায় তোমার সতর্ক সচেতন পথের বিপরীতে আমি তোমাকে কেন্দ্র করে বেষ্টিত পথের বেওয়ারিশ সামান্য যাযাবর।সবকিছুর বিনিময়ে যে শুধু চায় কেন্দ্রে প্রবেশের যৎসামান্য অধিকার।
কিন্তু তোমাকে দেখ,আয়নার সামনে দাড়িয়ে নিজেকে জিজ্ঞেস করো একবার- ভালোবাসি বলে আমি কি কোন সর্বনাশের ডাক দিয়েছিলাম?শুধুতো ভালোবেসেছিলাম।
তারপরও স্বার্থপিয়াসী প্রিয় তুমি আমাকে সর্বনাশের বিশাল সমুদ্রে ভাসিয়ে মৃত্যুপথযাত্রার উল্লাসে ভাসালে। মৃত সত্ত্বা কাউকেই আর ভালোবাসেনা।
তোমার ধোকা দেয়া চোখ দুটো ঘুরিয়ে উল্টো করে নিজের মগজটা দেখ! কি দেখা যায় ঐ পচে যাওয়া নরম বলয়টাতে?নিজেকে জিজ্ঞেস করো!
তুমি মানে মগজ পচন,
তুমি মানে কাপুরুষের ধর্ষন,
তুমি মানে মন বিকলাঙ্গ,
তুমি মানে পচে যাওয়া রক্ত।
তোমার জন্য লিখতে লিখতে আমার হাত কি এখনো কেঁপে ওঠার কথা?
অথবা আমার দৃষ্টিটা কি একটু ঝাপসা হবার কথা?
আমার আর আগের মত কান্না পায় না।
আমার আর তোমার জন্য রক্ত ঝরেনা।
আমার এক ফোঁটা রক্ত,
তোমার মানসিক ভারসাম্যহীন ন’পুংষক
চিন্তাধারার চেয়ে অনেক দামী।


No comments:

Post a Comment

সে এক বিরাট সমুদ্র

সে এক বিরাট সমুদ্র। আমার অত সামর্থ কই তারে আগলে রাখি। শুধু তার বুকে একদিন বিকট শব্দে আছড়ে পড়ে বিসর্জন দেয়ার স্বপ্নই দেখতে পারি।