রাতের আকাশে তারা না থাকাটা যেমন বেমানান,তদ্রুপ আমার হয়ে তুমি না থাকাটাও সাক্ষাৎ বেমানান।
তবে তোমার হয়ে আমি থাকা কিংবা না থাকাটা তোমার উৎকন্ঠার খোরাক কি?
প্রতিরাতের ভাবনাতে আমাকে নিয়ে তুমি কিঞ্চিৎ পরিমাণও ভাবো কি?
জানতে ইচ্ছে হয়। জানার ইচ্ছায় আমি তৃষ্ণার্ত হয়ে পড়ি,অস্থিরচিত্ত হয়ে পড়ি।
আমার হয়ে তুমি না থাকাটা,তোমার কেবল এক মুহূর্তের অনুপস্থিতি এসব আমার হৃদয়ে প্রতি ন্যানো সেকেন্ডেই বজ্রকন্ঠের আওয়াজে কম্পিত হয়। শংকার এসেম্বলি সৃষ্টি করে।
তবে,
তবে তোমার কাছে হয়তো আমি কেবল কিছু আঁধারের কালো জমাট বাধা মেঘ যা দেখে বজ্রপাতের আশংকা হয় না। বৃষ্টি পড়ার অনুভূতি জাগে না।
আমি কি তোমার কাছে এমনই??
No comments:
Post a Comment