Tuesday, March 10, 2020

একবার তোমাকে ভালোবাসতে দাও

একবার তোমাকে ভালোবাসতে দাও,
একবার তোমাকে জড়িয়ে ধরে কাদতে দাও,
একবার তোমার হাতে হাত রেখে চিৎকার করে বলতে দাও, ভালোবাসি।
এরপর নাহয় মরণ বিষে জ্বালিয়ে দিও,
 তোমার কোলে মাথা রেখে মরতে দিও।

No comments:

Post a Comment

সে এক বিরাট সমুদ্র

সে এক বিরাট সমুদ্র। আমার অত সামর্থ কই তারে আগলে রাখি। শুধু তার বুকে একদিন বিকট শব্দে আছড়ে পড়ে বিসর্জন দেয়ার স্বপ্নই দেখতে পারি।