Tuesday, March 10, 2020

কতদিন কাঁদলে বুক থেকে তুমি নামক পাথরটাকে সরানো যাবে?

আচ্ছা বলোতো,
কতদিন কাঁদলে বুক থেকে তুমি নামক পাথরটাকে সরানো যাবে?

No comments:

Post a Comment

সে এক বিরাট সমুদ্র

সে এক বিরাট সমুদ্র। আমার অত সামর্থ কই তারে আগলে রাখি। শুধু তার বুকে একদিন বিকট শব্দে আছড়ে পড়ে বিসর্জন দেয়ার স্বপ্নই দেখতে পারি।