Tuesday, March 10, 2020

দীর্ঘায়ু অভিশাপ

অপেক্ষার প্রহর গুনতে গুনতে অপ্রাপ্তির দীর্ঘশ্বাসের আড়ালে যদি জীবনটা পার করে দিতে হয়,
যদি এভাবে বেঁচে থাকার নাম জীবন হয় তবে দীর্ঘায়ু অভিশাপ।
আর অপেক্ষার প্রহর নিছক মূল্যহীন।

No comments:

Post a Comment

সে এক বিরাট সমুদ্র

সে এক বিরাট সমুদ্র। আমার অত সামর্থ কই তারে আগলে রাখি। শুধু তার বুকে একদিন বিকট শব্দে আছড়ে পড়ে বিসর্জন দেয়ার স্বপ্নই দেখতে পারি।