ধরো, একদিন সব কিছুকে উপেক্ষা করে,
সকল বাধা বিপত্তিকে পেছনে ফেলে
পাহাড়সম অভিমান আর শক্ত ব্যক্তিত্ত্বের বিসর্জন দিয়ে যদি ছুটে যাই তোমার কাছে!
তুমি কি ফিরিয়ে দেবে?
একবার খুব যখন মনে পড়বে,
সারা রাত ধরে ছোট্ট ল্যাম্পের মৃদু আলোতে লিখা চিঠিটা যদি, এক মুঠো সাহস জড়ো করে কাপা কাপা হাতে পোস্ট করেই দেই!
তাহলে চিঠির শিরোনাম পড়েই কি ছিড়ে ফেলে দিবে?
খুব বৃষ্টি হচ্ছে বাইরে,
মন কেমন করা অনুভূতির বিষ্ফোরণ যদি তোমাকে খুব করে মনে করিয়ে দেয়।
আর আমি যদি তোমার ফোন নাম্বার চেপে শেষমেশ কলটা দিয়েই দেই!
তুমি কি ফোনের স্ক্রিনে ভেসে উঠা আমার নাম্বার দেখে কলটা কেটেই ব্লক করে দিবে?
মধ্যরাত, চাদর মুড়িয়ে হেটে চলেছি পিচঢালা পথে।চারদিকের নিরবতাকে যেন ঝিঝি পোকার দল ভেঙে দেয়ার প্রতিজ্ঞা করেছে। ল্যাম্পপোস্টের আলোয় আমার ছায়া বহুদূর পর্যন্ত নৃত্য করছে।
এর মাঝেই যদি তোমাকে ভেবে একটা সিগারেট ধরিয়ে নেই! তুমি কি বুঝতে পারবে?
অথবা বাসায় ফিরে যদি তোমার আমার ছোট্ট ছবির ফ্রেমটা নিয়ে ঘরের কোনে বসে অঝোরে কাদতে থাকি তুমি কি অনুভব করতে পারবে?
ধরো অনেক দিন পর,
হঠাৎ চলার পথে দেখা হয়ে গেলো! এক টুকরো শুকনো হাসি মুখে নিয়ে যদি জিজ্ঞেস করি কেমন আছো! খুব কি বিরক্ত হবে?
ঠোট উল্টানো ভৎসনাই কি দেখতে পাবো তোমার মায়াবী ঐ দুই চোখে?
ধরো নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে যদি জড়িয়েই ধরি, তুমি কি খুব জোরে চড় মেরে খুব তিরষ্কার করবে?
No comments:
Post a Comment