Sunday, February 9, 2020

বোবা চোখের গহন নিঃসঙ্গতায় শ্রাবণধারা বিসর্জনের হিসেব আর কত রাখবে!
এবার নাহয় চোখ মেলে তাকাও,
দেখো আকাশের বিশালতা।
মুক্ত আকাশে উড়ে বেড়াও-
সাধ নাও স্বাধীন অস্তিত্বের।

ক্রমে ক্রমে বিকশিত স্বপ্নের পথ রোধ করে কি বা হবে ক্ষনিকের স্বার্থে-
তারচেয়ে বরং স্বপ্নকে বিচরন করতে দাও তার স্বপ্নের সিড়ি-ঘরে,  মাঠ-প্রান্তরে-
আলিঙ্গন করতে দাও আত্নার সর্বোচ্চ প্রাপ্তিকে।
ফিকে সুখের তাজমহলে কি ই বা হবে,
আত্নিক প্রশান্তি যদি না মিলে।

No comments:

Post a Comment

সে এক বিরাট সমুদ্র

সে এক বিরাট সমুদ্র। আমার অত সামর্থ কই তারে আগলে রাখি। শুধু তার বুকে একদিন বিকট শব্দে আছড়ে পড়ে বিসর্জন দেয়ার স্বপ্নই দেখতে পারি।