এবার নাহয় চোখ মেলে তাকাও,
দেখো আকাশের বিশালতা।
মুক্ত আকাশে উড়ে বেড়াও-
সাধ নাও স্বাধীন অস্তিত্বের।
ক্রমে ক্রমে বিকশিত স্বপ্নের পথ রোধ করে কি বা হবে ক্ষনিকের স্বার্থে-
তারচেয়ে বরং স্বপ্নকে বিচরন করতে দাও তার স্বপ্নের সিড়ি-ঘরে, মাঠ-প্রান্তরে-
আলিঙ্গন করতে দাও আত্নার সর্বোচ্চ প্রাপ্তিকে।
ফিকে সুখের তাজমহলে কি ই বা হবে,
আত্নিক প্রশান্তি যদি না মিলে।
No comments:
Post a Comment