সেদিন তুমি ঠিক মুক্তি পেয়ে যাবে। আমি হয়ত আর তোমাকে বিরক্ত করব না, বিরক্ত করব কি! ভাববোই না তোমার কথা। মস্তিষ্ক শীতল হবে, নিউরন গুলোর অর্থহীন ছুটোছুটিও বন্ধ হবে। সেদিন অনেক বেশি স্বার্থপর হয়ে যাবো হয়ত, ঠিক তোমার মত।
Sunday, February 9, 2020
তুমি স্বার্থপর
বারবার স্বপ্নভঙ্গের যন্ত্রনায় হাসফাস করতে করতে আমি হয়ত একদিন তলিয়ে যাব অতল গভীরে।
সেদিন তুমি ঠিক মুক্তি পেয়ে যাবে। আমি হয়ত আর তোমাকে বিরক্ত করব না, বিরক্ত করব কি! ভাববোই না তোমার কথা। মস্তিষ্ক শীতল হবে, নিউরন গুলোর অর্থহীন ছুটোছুটিও বন্ধ হবে। সেদিন অনেক বেশি স্বার্থপর হয়ে যাবো হয়ত, ঠিক তোমার মত।
সেদিন তুমি ঠিক মুক্তি পেয়ে যাবে। আমি হয়ত আর তোমাকে বিরক্ত করব না, বিরক্ত করব কি! ভাববোই না তোমার কথা। মস্তিষ্ক শীতল হবে, নিউরন গুলোর অর্থহীন ছুটোছুটিও বন্ধ হবে। সেদিন অনেক বেশি স্বার্থপর হয়ে যাবো হয়ত, ঠিক তোমার মত।
Subscribe to:
Post Comments (Atom)
সে এক বিরাট সমুদ্র
সে এক বিরাট সমুদ্র। আমার অত সামর্থ কই তারে আগলে রাখি। শুধু তার বুকে একদিন বিকট শব্দে আছড়ে পড়ে বিসর্জন দেয়ার স্বপ্নই দেখতে পারি।
-
কোন এক বৃষ্টি ভেজা রাত রাত ১২ টা ছুঁই ছুঁই। বিদ্যুৎ নেই, লোডশেডিং হয়েছে কিছুক্ষন আগেই। সারা রোম ঘুট ঘুটে অন্ধকার।। বাহিরে ঝুম ঝুম শব্দের অন...
-
সুভাষীনি অপ্সরা ও রূপসী তুমি, উদ্ধত ভালোবাসায় আবিষ্টতার বদলে লজ্জায় নতমুখী, স্বরচিত পঙক্তিমালার স্বেচ্ছাচারী শব্দাবগন্ঠন। সকালের সোনালী র...
No comments:
Post a Comment