Sunday, February 9, 2020

তুমি স্বার্থপর

বারবার স্বপ্নভঙ্গের যন্ত্রনায় হাসফাস করতে করতে আমি হয়ত একদিন তলিয়ে যাব অতল গভীরে।
সেদিন তুমি ঠিক মুক্তি পেয়ে যাবে। আমি হয়ত আর তোমাকে বিরক্ত করব না, বিরক্ত করব কি! ভাববোই না তোমার কথা। মস্তিষ্ক শীতল হবে, নিউরন গুলোর অর্থহীন ছুটোছুটিও বন্ধ হবে। সেদিন অনেক বেশি স্বার্থপর হয়ে যাবো হয়ত, ঠিক তোমার মত।

No comments:

Post a Comment

সে এক বিরাট সমুদ্র

সে এক বিরাট সমুদ্র। আমার অত সামর্থ কই তারে আগলে রাখি। শুধু তার বুকে একদিন বিকট শব্দে আছড়ে পড়ে বিসর্জন দেয়ার স্বপ্নই দেখতে পারি।