প্রিয় শহরে তোমাদের অস্থিতিশীল আনাগোনা আমাকে মনে রাখেনি এক মুহূর্ত ,
জলের রঙে অনুভূতিরা আঁচড় কাটেনি
একাকীত্ব শুন্যতার খুব ঘোর এঁকে গেছে গোধূলি বেলায়-
নীল-হলুদ খামে।
পাশাপাশি রেখেছিলাম বিষাদ-আনন্দ ,
সেখানে বিধ্বস্তমুখো আঁধার হয়েছে
আমার গল্পের সঙ্গী ।
No comments:
Post a Comment