Friday, January 24, 2020

আমার গল্পের সঙ্গী

প্রিয় শহরে তোমাদের অস্থিতিশীল আনাগোনা আমাকে মনে রাখেনি এক মুহূর্ত ,
জলের রঙে অনুভূতিরা আঁচড় কাটেনি
একাকীত্ব শুন্যতার খুব ঘোর এঁকে গেছে গোধূলি বেলায়-
নীল-হলুদ খামে।
পাশাপাশি রেখেছিলাম বিষাদ-আনন্দ ,
সেখানে বিধ্বস্তমুখো আঁধার হয়েছে
আমার গল্পের সঙ্গী ।

No comments:

Post a Comment

সে এক বিরাট সমুদ্র

সে এক বিরাট সমুদ্র। আমার অত সামর্থ কই তারে আগলে রাখি। শুধু তার বুকে একদিন বিকট শব্দে আছড়ে পড়ে বিসর্জন দেয়ার স্বপ্নই দেখতে পারি।