Friday, January 24, 2020

ব্যস্ততার চাদর

ব্যস্ততার চাদরে নিজেকে ঢেকে আড়াল হতে চাওয়ার মধ্যে একটা আনন্দ আছে। আনন্দটা থাকে অন্যের চোখে আর নিজের ঠোঁটে। চাপা অনুভূতির শক্ত মোড়কে নিজের সর্বস্ব বিসর্জন দিয়ে নিজ থেকেই আড়াল হতে চাওয়া মানুষটা খুব বেশি ম্যাচিউরিটি ধারণ করে। তার কাছে পৃথিবীর এই এত এত আলো, উৎসব, রঙখেলা শুধুমাত্র হৈচৈ আর অযাচিত মনে হয়। আপন অস্তিত্বে সে ইচ্ছের আলোতে পথ চলতে চায়। যে পথে গভীর কোন অনুভূতি থাকে না, থাকেনা কোন পিছুটানও। স্বাধীন অস্তিত্বে সে পৃথিবীর সমস্ত বাস্তবতার মুখোমুখি হয়ে পাড়ি দেয় শত সহস্র অনাকাঙ্ক্ষিত প্রহর।

No comments:

Post a Comment

সে এক বিরাট সমুদ্র

সে এক বিরাট সমুদ্র। আমার অত সামর্থ কই তারে আগলে রাখি। শুধু তার বুকে একদিন বিকট শব্দে আছড়ে পড়ে বিসর্জন দেয়ার স্বপ্নই দেখতে পারি।