Friday, January 24, 2020

তোমাকে ভুলতে গিয়ে আরো বেশি ভালোবেসে ফেলি

ভীষন গাঢ় অন্ধকারে বিষন্নতা ছড়িয়ে যায় আমার শিরায় শিরায়-
দুঃস্বপ্ন দেখব বলে তাই জেগে থাকি।
অথচ, তোমাকে ভুলতে গিয়ে আরো বেশি ভালোবেসে ফেলি।

No comments:

Post a Comment

সে এক বিরাট সমুদ্র

সে এক বিরাট সমুদ্র। আমার অত সামর্থ কই তারে আগলে রাখি। শুধু তার বুকে একদিন বিকট শব্দে আছড়ে পড়ে বিসর্জন দেয়ার স্বপ্নই দেখতে পারি।