কেন তুমি আমার হলেনা?
আকাশের সমস্ত নীল,রংধনুর সাত রঙ আর জোছনার স্নিগ্ধ আলো দিয়ে তোমায় সাজাতে চেয়েছিলাম।
কিন্তু পারলাম না!
আচ্ছা, তুমি কি দেখতে পেয়েছিলে?
কি অকৃত্রিম স্বপ্নগুলোকে তোমার ইচ্ছের আগুনে জলাঞ্জলী দিয়েছিলাম। চেয়ে দেখো, এখন যেন চারদিক শূণ্য বিস্তীর্ণ মরুভূমি। গোধুলীর আবছা আলোয় তোমার আমার অস্পষ্ট অবয়ব এখন নিদারুণ স্বপ্নভঙ্গের ধ্বংসাবশেষ মাত্র। আর একসাথে একটা বিকেল হাটার ইচ্ছে ঘুমহীন গভীর কোন রাতের একরাশ যন্ত্রনা
No comments:
Post a Comment