Monday, December 9, 2019

এসো আমার শহরে

এসো আমার শহরে
অজানা গল্পের অহেতুক ভীড়ে।
যেখানে প্রতিদিনই মেলা বসে,প্রদর্শনী চলে-
সন্ধ্যে হলেই তোমার আমার স্মৃতিরা ভিড় করে রঙ বেরঙের সাজে সজ্জিত হয় মস্ত শহরটাই।

No comments:

Post a Comment

সে এক বিরাট সমুদ্র

সে এক বিরাট সমুদ্র। আমার অত সামর্থ কই তারে আগলে রাখি। শুধু তার বুকে একদিন বিকট শব্দে আছড়ে পড়ে বিসর্জন দেয়ার স্বপ্নই দেখতে পারি।