Monday, December 9, 2019

তুমি নেই বলে

তুমি নেই বলে কিছু লিখতে বসলেই বেদনার হাজারো সুর এসে আমাতে ভর করে।
প্রতিটা বর্ণ,শব্দ তীব্র নীল হয়ে যায় তোমার শোকে। চেয়েও তোমায় ভালবাসি বলতে পারি না।
মুখ থেকে নিঃসৃত হয় কোথাও যেওনা,আমি তোমায় হারাতে চাইনা!
এটাও কি ভালবাসারই বহিঃপ্রকাশ???
আমি জানিনা! তোমাকে ঘিরে যে মায়াজাল সৃষ্টি হয়েছে সেই মায়াজালে আটকে আমার দম বন্ধ হয়ে আসছে। আমি ছাড়াতে চেয়েও কোনভাবেই নিজেকে মুক্ত করতে পারছিনা।
অথচ তুমি! নিশ্চিন্তে ভালো আছো।
ভালো আছো আমাকে ভুলে!
ভালো আছো তোমাকে ভুলে!
ভালো আছো আমাদের ভুলে!
অন্যের নীড়ে ভালো আছো সব একসাথে ভুলে.........!

No comments:

Post a Comment

সে এক বিরাট সমুদ্র

সে এক বিরাট সমুদ্র। আমার অত সামর্থ কই তারে আগলে রাখি। শুধু তার বুকে একদিন বিকট শব্দে আছড়ে পড়ে বিসর্জন দেয়ার স্বপ্নই দেখতে পারি।