Monday, December 9, 2019

অকৃতিমতায় পূর্ণ হাসিখেলা

অকৃতিমতায় পূর্ণ হাসিখেলায় আমাকে বিজয়ী ভেবে ভুল করবে সেটাই স্বাভাবিক। কিন্তু এই নিশিরাতের ঘুটঘুটে অন্ধকার নিশ্চই এই ছোট্ট হারিকেনের আলো দূর করতে পারবে না।আমার অদ্ভুত সত্তা আমাকে নিশ্চই অপরিচিত করে তুলবে তোমাদের ভীড়ে। তবুও আমি তোমাদের ভীড়েই নিজের অস্তিত্বের সন্ধান করব।

No comments:

Post a Comment

সে এক বিরাট সমুদ্র

সে এক বিরাট সমুদ্র। আমার অত সামর্থ কই তারে আগলে রাখি। শুধু তার বুকে একদিন বিকট শব্দে আছড়ে পড়ে বিসর্জন দেয়ার স্বপ্নই দেখতে পারি।