Monday, December 9, 2019

টিনের চালে ঝুম বৃষ্টির তীব্র শব্দ


টিনের চালে ঝুম বৃষ্টির তীব্র শব্দ আমাকে অস্থির করে তুলছে প্রচন্ড! ক্ষতগুলো বৃষ্টির শব্দে যেন দাউ দাউ করে জ্বলে উঠছে, পুড়ে যাচ্ছে! 
অনুভুতির দেয়াল যেন ভেঙেচুরে চুরমার হয়ে যাচ্ছে বৃষ্টির বাধভাঙা উল্লাসে। বিদ্যুৎ চমকানোর চমৎকার আলো মুহূর্তেই সব অন্ধকার করে দিচ্ছে। এত আলোতে আমি স্পষ্ট অন্ধকার দেখতে পাচ্ছি। জানালার পাশে বসে বৃষ্টির শীতল অনুভুতি আমাকে গ্রাস করছে! আমি হারিয়ে যাচ্ছি গাঢ় অন্ধকারে, হারিয়ে যাচ্ছি আমি আমার ছায়াতে।

No comments:

Post a Comment

সে এক বিরাট সমুদ্র

সে এক বিরাট সমুদ্র। আমার অত সামর্থ কই তারে আগলে রাখি। শুধু তার বুকে একদিন বিকট শব্দে আছড়ে পড়ে বিসর্জন দেয়ার স্বপ্নই দেখতে পারি।