Monday, December 9, 2019

রোদ্দুর এসেছিল।

ভীষন গুমোট গ্রীষ্মদিনে মেঘ খুঁজতে গিয়ে শুনতে পেলাম মেঘের নাকি শ্রাবণ মাসে বিয়ে,
আমার আবার শ্রাবণ মাসে ভীষন রকম ভয়
প্রতিদিনই নিয়ম করে মন কেমন হয়।
সারবে কিসে ভালোমত ওসব মেঘ জানত
বলার আগেই আসার সময় বৃষ্টি সাথে আনতো।
অভিযোগ নেই, তবুও তো খোজ রাখলে পারতো!
কত গুমোট গ্রীষ্মদিন অবলীলায় হারতো।
যে পাড়াতে মেঘের বাড়ি, যেখান থেকে আসতো
যেখান থেকে সংগোপনে আমায় ভালোবাসতো।
শুনছি গিয়ে এখন নাকি অন্য কোন পাড়ায়,
লোক দেখিয়ে ঝরতে পারে ভীষন মুষলধারায়।
ফিরছি যখন, শুন্য আকাশ ডেকে বলেছিল,
দেখা হলে বলে দিব-
রোদ্দুর এসেছিল।

No comments:

Post a Comment

সে এক বিরাট সমুদ্র

সে এক বিরাট সমুদ্র। আমার অত সামর্থ কই তারে আগলে রাখি। শুধু তার বুকে একদিন বিকট শব্দে আছড়ে পড়ে বিসর্জন দেয়ার স্বপ্নই দেখতে পারি।