এই ধুলো ধুলো শহর
তোমার।
আমার।
আসতে পারো। চলে যেতে পারো।
এই পৃথিবীর বিষন্ন ধুলোয় মিশে যেতে পারো।
তবু, এই বিষাদগ্রস্ত মেঘময় প্রাচীন শহর বারবার তোমাকে ফিরে পেতে চাইবে এই করুন নেক্রপলিসে..
#মেঘদল
সে এক বিরাট সমুদ্র। আমার অত সামর্থ কই তারে আগলে রাখি। শুধু তার বুকে একদিন বিকট শব্দে আছড়ে পড়ে বিসর্জন দেয়ার স্বপ্নই দেখতে পারি।
No comments:
Post a Comment