Monday, December 9, 2019

কতটা নীল এঁকেছি

কেবলই ছুঁয়ে গেলো গোধূলি সময়
নিঃশব্দ গ্রাস করেছে নাগরিক সন্ধ্যা ,
স্মৃতির মলাটে জমেছে ধুলোমাখা স্তর
ভেজা শিশিরে ভর করেছে অদ্ভুত গল্পমাখা মুহূর্ত । সমান্তরালে নদীকে সামনে রেখে
আপন করেছি নিজেকে বিষাদ ছুঁয়ে ছুঁয়ে।
কত অকার্পণ্য চিত্তে নিজেকে ক্ষতবিক্ষত করেছি একটা সূক্ষ্ম পরিমাণ ভালোবাসার নিমিত্তে ।
অস্ফুট একটা জ্বলে উঠা হাসি কতবার এফোঁড় ওফোঁড় করে গেছে আমাকে,
তবুও শহরের সাদা দেয়ালগুলোতে আমি সেই অনুভূতি লিখে রাখেনি ।
শহরের উজ্জ্বল আলোর ভিড়ে গল্পচারীরা আমাকে মনে রাখেনি এক মুহূর্ত, জলের রঙে অনুভূতিরা আঁচড় কাটেনি একাকীত্ব শুন্যতার খুব ঘোর এঁকে গেছে ।
নীল-হলুদ খামে পাশাপাশি রেখেছিলাম বিষাদ-আনন্দ , সেখানে বিধ্বস্তমুখো আঁধার হয়েছে
আমার গল্পের সঙ্গী।
জলেরও জলচ্ছবি জেগে থেকেছে জলে।
জোছনা বিধুর রাতে আমারি কেউ হয়ে,
সেখানে জোছনায় ভিজে আমি থেকেছি
সময়ের স্রোত হয়ে।
অজস্র ঝিঁঝিঁপোকার শব্দ মিছিল করছে নাগরিক সন্ধ্যায় , কিন্তু কেউ তারা বুঝবেনা আমার ভেতরে আমি কতটা নীল এঁকে রেখেছি ।

No comments:

Post a Comment

সে এক বিরাট সমুদ্র

সে এক বিরাট সমুদ্র। আমার অত সামর্থ কই তারে আগলে রাখি। শুধু তার বুকে একদিন বিকট শব্দে আছড়ে পড়ে বিসর্জন দেয়ার স্বপ্নই দেখতে পারি।