ভোরে শিশির জমা ঘাসের মধ্য দিয়ে যখন হেটে যাবে, আমার শীতলতা তোমাকে গ্রাস করবে।
খালি পায়ে হাটতে যেওনা যেন!
লতাপাতা হয়ে জড়িয়ে যাবে।
কুয়াশাঢাকা আবছায়া পথে আমার কল্পিত অস্পষ্ট অবয়ব ছোট ছোট পানিকণা হয়ে তোমার পথ রোধ করে দাঁড়াবে, তুমি পাশ কাটিয়ে যেতে চাইবে কিন্তু পারবে না।
যখনই স্পর্শ করবে-
গাঢ় কুয়াশায় মিলিয়ে যাবে।
খুব দূর থেকে হাতছানি দিবে, কাছে ডাকবে,দুঃস্বপ্নের রাত হয়ে বার বার ফিরে আসবে তোমার শিয়রে।
তুমি ঘুমোতে পারবে না, মধ্যরাতে হঠাৎ জেগে উঠে এখানে ওখানে খুঁজে বেড়াবে! কিন্তু অনুভূতির পেয়ালা শুন্য করে এর আগেই সে হারিয়ে যাবে শীতল রাতের গাঢ় অন্ধকারে।
No comments:
Post a Comment